Tuesday, October 29, 2013

Career as a Freelancer

২০১৮ সাল নাগাদ অনলাইন শ্রমশক্তির বাজার ৫০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলেই মার্কিন বাজার গবেষকেরা ধারণা করছেন

আউটসোর্সিংয়ে সম্ভাবনাময় দেশের তালিকায় বাংলাদেশে অবস্থান তালিকার ওপরের দিকেই ২০১২ সালে ওডেস্ক ইল্যান্সে সবচেয়ে বেশি কাজ পেয়েছেন ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং মোবাইলএ্যাপ তৈরিতে দক্ষ কর্মীরা তবে কাজের অন্যান্য ক্ষেত্রও দ্রুত বাড়ছে ২০০৭ সালে মূলত চারটি বিভাগে কাজ পেতেন কর্মীরা ২০১২ সালে এসে দেখা গেছে, ৩৫টিরও বেশি বিভাগে কাজ পাচ্ছেন তাঁরা

ওডেস্কের এক তথ্য মতে, বাংলাদেশের সফলতার পেছনে রয়েছে সস্তা শ্রম এবং ইংরেজীতে দক্ষতার মতো বিষয়গুলো ঢাকার ফ্রিল্যান্সাররা আউটসোর্সিংয়ে ওডেস্কের মাধ্যমে যেসব কাজ বেশি করে থাকে তার মধ্যে অন্যতম গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট ওডেস্কে আউটসোর্সিংয়ে শীর্ষ শহরগুলোর মধ্যে রয়েছে ভারতের মোহালী,বাংলাদেশের ঢাকা এবং ফিলিপিন্স ফিলিপিন্স এবং আমেরিকার এক রিপোর্ট অনুসারেও, ভারত বিশ্বের শীর্ষস্থানীয় আউসোর্সিং করা দেশ আমাদের দেশের ফ্রিল্যান্সাররা বর্তমানে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কাজ করে প্রতি ঘন্টায় গড়ে প্রায় থেকে ৪০ ডলারের মতো আয় করে থাকে

ওডেস্কের সভাপতি ম্যাটকুপার বলেছেন, বাংলাদেশ আইসিটি খাতে দারুণ অগ্রগতি সাধন করেছে এদেশের ৭০ ভাগ প্রজন্মই তারুণ্যনির্ভর তাই জনসংখ্যা এদেশের জন্য সমস্যা নয় বরং আশীর্বাদ সম্পদ তবে সুদক্ষ আর পেশাভিত্তিক দক্ষতা ছাড়া সমস্যা জাতীয় সম্পদ হিসেবে কাজে আসবে না তাই সুদক্ষ আর পেশাভিত্তিক দক্ষতা সম্পন্ন কর্মী তৈরী করতে চাই প্রফেশনাল ট্রেইনিং

সূত্রঃ
জনকন্ঠ Source of the Article

No comments:

Post a Comment